ছিনতাইবাজদের ধাওয়া করে পুলিশের হাতে তুলে দিল এক মহিলা সাংবাদিক
নয়াদিল্লি: ছিনতাইবাজদের ধাওয়া করে তাঁদেরকে পুলিশের হাতে তুলে দিল এক মহিলা সাংবাদিক। শনিবার দিল্লির মালভিয়া নগরে এ ঘটনা ঘটেছে। দুই ছিনতাইবাজ ওই সাংবাদিকের মোবাইল ছিনতাই করে পালাচ্ছিল।
দক্ষিণ-পূর্বের ডিসিপি আরপি মীনা জানিয়েছেন যে, ওই মহিলা সাংবাদিক একটি দূরদর্শনে কাজ করেন। শনিবার বিকেলে ওই মহিলা সাংবাদিক যখন দক্ষিণ দিল্লির মালভিয়া নগরে একটি অটোরিকশা করে আসছিলেন তখন ঘটনাটি ঘটে।
মোটরসাইকেলে এসে ওই দুই ব্যক্তি তাঁর ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। ওই মহিলা সাংবাদিকের সঙ্গে অভিযুক্তদের হাতাহাতি হওয়ায় তারা গাড়ি থেকে পরে যায়। এরপর ওই মহিলা তাঁদের পুলিশ ব্যারিকেডের কাছে অবধি ধাওয়া করেন।
এরপর ওই সাংবাদিক এবং অটো চালক কাছাকাছি ডিউটিতে থাকা পুলিশের কাছে তাদের ধরিয়ে দেন। অভিযুক্তরা দু’জনই দিল্লির তুষলাকাবাদে থাকেন।
তারা পুলিশের কাছে স্বীকার করেছে যে, মাদকের অভ্যাসের কারনে অর্থ পাওয়ার জন্য তারা এ জাতীয় অপরাধ করে থাকে।
মহিলা এই সাংবাদিককের সাহসিকতার জন্য তাঁকে সম্মান জানিয়েছে অনেকে।