কলকাতাঃকয়লা-কাণ্ডের এক নতুন মোড়। গ্রেফতার অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ রণধীর সিংহ। শুক্রবার রাতে অন্ডাল থেকে গ্রেফতার করে সিআইডি। আজ আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন সিআইডি।
কয়লা ‘সিন্ডিকেট’-এর অন্যতম মাথা ছিল এই রণধীর । তাঁর সঙ্গে সরাসরি লালার যোগাযোগ থাকায়, আপাতত জিজ্ঞাসাবাদ করে লালার নাগাল পেতে চাইছে সিআইডি।রণধীর সাহায্যে লালার হদিশ মিলতে পারে বলে দাবি সিআইডি সুত্রে খবর।
এদিন অন্ডালের নিউ কাজোড়া এলাকা থেকে লালার সহযোগী রণধীরকে গ্রেফতার করা হয়েছে। সিআইডি সূত্রে খবর, বেআইনি কয়লা পাচারের অন্যতম প্রধান ছিলেন রণধীর। লালার নির্দেশেই রণধীর বিভিন্ন রাজ্যে কয়লা পাচার করতেন।
এখনও পর্যন্ত কয়লা-কাণ্ডে সিবিআই-এর পাশাপাশি তদন্ত করছে সিআইডি ও ইডি-ও। তবে অনুপ মাঝির কোনও হদিশ পাওয়া যায়নি। বেশ কয়েকবার তলব করেছে সিবিআই, কিন্তু তলব উপেক্ষা করে আত্মগোপন করেই রয়েছেন লালা।এই কয়লা পাচার ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত আছে,এই সন্দেহে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জেরা করেছে সিবিআই। অন্যদিকে সিবিআই বিনয় মিশ্রকেও তলব করেছিল, কিন্তু তিনিও হাজির এড়িয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে কয়লা-কাণ্ড কতটা গভীরতা আছে তা খতিয়ে দেখতে তদন্তের জাল পেতেছে একাধিক গোয়েন্দা সংস্থা।