কৃষকদের ডাকা ভারত বন্ধে বাতিল বেশ কিছু ট্রেন, এমনকি বদল রুটও

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কৃষকদের ডাকা ভারত বন্ধে বাতিল বেশ কিছু ট্রেন, এমনকি বদল রুটও

নয়াদিল্লি: কেন্দ্রের আনা নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন জারি রয়েছে৷ আজ ৮ ডিসেম্বর সারা দেশে ভারত বনধ চলছে৷ এই আন্দোলনের সামিল হয়েছেন পঞ্জাব , হরিয়ানা , উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র , মধ্যপ্রদেশ, -র লক্ষ লক্ষ কৃষক ৷ কৃষকদের ডাকা বনধের জেরে ভারতীয় রেল বেশ কিছু ট্রেন বাতিল করে দিয়েছে৷ কিছু ট্রেন বাতিল আর কিছু ট্রেনের রুট বাতিল হয়েছে৷ কিছু ট্রেনের আংশিক রুট বদল করা হয়েছে৷

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

রেলওয়ে জানিয়েছে কিছু ট্রেন আংশিক ভাবে বদলের ওপর জোর দেওয়া হয়েছে৷ এর ফলে বেশ কিছু ট্রেন নিজেদের পুরো গন্তব্যে যাবে না৷ অমৃতসরগামী ট্রেন ০৯৬১৩ স্পেশাল এক্সপ্রেস ট্রেন ৮ তারিখে বন্ধ করে দেওয়া হয়েছে৷ অমৃতসর থেকে আজমের ফিরতি ট্রেন ০৯৬১২ স্পেশাল ট্রেন ৯ ডিসেম্বর স্থগিত করে দেওয়া হয়েছে৷

রেলওয়ে জানিয়েছে ডিব্রুগড় থেকে অমৃতসর গামী ট্রেন ০৫২১১ স্পেশাল এক্সপ্রেস ট্রেন, ৮ ডিসেম্বর অমৃতসর থেকে ডিব্রুগড় গামী ট্রেন ০৫২১২ স্পেশাল ট্রেন ৯ ডিসেম্বরের ট্রেন বন্ধ থাকছে৷ এছাড়া অমৃতসর -জয়নগর এক্সপ্রেস ট্রেন ডাইভার্ট করে দেওয়া হয়েছে৷ এই ট্রেন অমৃতসর -তরনতারন হয়ে যাবে৷ নাঁদেড় -অমৃতসর এক্সপ্রেস ৮ ডিসেম্বর দিল্লি অবধিই পৌঁছবে৷ ১০ ডিসেম্বর অমৃতসর নাঁদেড় এক্সপ্রেস নয়াদিল্লি থেকেই ছাড়বে৷

জয়নগর -অমৃতসর এক্সপ্রেস ৮ ডিসেম্বর অম্বালায় শেষ হবে৷কলকাতা- অমৃতসর এক্সপ্রেস ৮ ডিসেম্বর অম্বালায় শেষ হবে৷ ১০ ডিসেম্বরের অমৃতসর -কলকাতা এক্সপ্রেস অম্বালা থেকেই ছাড়বে৷
বান্দ্রা টার্মিনাস -অমৃতসর এক্সপ্রেস স্পেশাল ট্রেন ৮ ডিসেম্বর চন্ডিগড়ে শেষ হবে৷অমৃতসর বান্দ্রা টার্মিনাস এক্সপ্রেস স্পেশাল ট্রেন ১০ ডিসেম্বর চন্ডিগড় থেকেই ছাড়বে৷

কোরবা -অমৃতসর এক্সপ্রেস ৮ ডিসেম্বর অম্বালায় শেষ হবে৷অমৃতসর -কোরবা এক্সপ্রেস ১০ ডিসেম্বর অম্বালা থেকেই ছাড়বে। ডিব্রুগড় -অমৃতসর এক্সপ্রেস অম্বালায় শেষ হবে ৷১১ তারিখ অমৃতসর -ডিব্রুগড় এক্সপ্রেস স্থগিত রাখা হয়েছে৷

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment