টিকটক ভিডিও বানাতে গিয়ে জলে ডুবে মৃত্যু কিশোরের
রায়গঞ্জ: নাচের ভিডিও প্রাকটিস করতে গিয়ে নদীর জলে পড়ে মৃত্যু হল এক কিশোরের। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হেমতাবাদের ব্লকের ভাসিডাঙ্গা এলাকায়। মৃতের নাম বিপুল সরকার, বয়স ১৭ বছর। সোমবার রায়গঞ্জ মেডিলেক কলেজ ও হাসপাতালের মর্গে তাঁর দেহ ময়নাতদন্ত করার পর পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বিপুল আর তার ৩-৪ জন বন্ধুরা মিলে টিকটকে ভিডিও আপলোড করার জন্য নাচের মহড়া দিচ্ছিল ভাসিডাঙ্গা এলাকায় কুলিক নদীর ধারে। আচমকা পা পিছলে কুলিক নদীতে পড়ে যায় বিপুল এবং জলে তলিয়ে যায়।
খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দেহটি উদ্ধার করে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে।
মৃত যুবকের এক বন্ধু জানিয়েছে, ‘বিপুল হঠাৎ পা পিছলে নদীতে তলিয়ে যায়, আমরা কেউ সাঁতার না জানায় বাঁচাতে পারিনি ওকে’। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।