দেশে মোট করোনা আক্রান্ত ছাড়াল ৭২ লক্ষ

Loading

দেশে মোট করোনা আক্রান্ত ছাড়াল ৭২ লক্ষ

নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৭২,৩৯,৩৮৯। করোনা সংক্রমণে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১,১০,৫৮৬ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৬৩,০১,৯২৭ জন। ভারতে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮,২৬,৮৭৬।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩,৫০৯ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৩০ জনের। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৪,৬৩২ জন। দৈনিক সংক্রমণের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা ১১ হাজার বেশি। দেশে সুস্থতার হার ৮৭.০৫ শতাংশ। আর মৃত্যুহার ১.৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ১১,৪৫,০১৫ জনের কোভিড টেস্ট করা হয়েছে।

বিশ্বের কোভিড পরিসংখ্যানে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও ব্রাজিল। অন্যদিকে কোভিড সংক্রমণে মৃতের সংখ্যার নিরিখে বিশ্বের কোভিড পরিসংখ্যানে আমেরিকা এবং ব্রাজিলের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত।

Author

Share Please

Make your comment