Abhishek Chatterjee Death: প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়, নক্ষত্র পতন টলিউডে
৫৮ বছর বয়সে প্রয়াত টলিউডের স্টার অভিষেক চট্টোপাধ্যায়। রাত ১ টা নাগাদ মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, বুধবারও একটি শুটিং করছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তবে সেখান থেকে বাড়িও ফিরে আসেন তিনি। সূত্রের দাবি, রাতে তাঁকে সেলাইনও দেওয়া হয়, তবে তাতে কাজ হয়নি।
এই মুহূর্তে তাঁর মৃতদেহ বাড়িতেই রয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, গতকাল রাতে শরীর খারাপের সময় হাসপাতালে ভর্তির কথা উঠলেও তাতে রাজি হননি অভিনেতা। এরপরেই ঘটে গেল চরম বিপর্যয়।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিউডে। শোকপ্রকাশ করছেন তারকারা।
Abhishek Chatterjee Death