ওটিটি প্ল‍্যাটফর্ম নিয়ে মুখ খুললেন অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায়

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লড়াই ২৪ : এখন বিনোদন বলতে শুধু বড়পর্দা ও ছোটপর্দা নয়, ডিজিটাল প্ল‍্যাটফর্মকেও বোঝায়। এই ডিজিটাল প্ল‍্যাটফর্মের যুগে OTT প্ল‍্যাটফর্মের জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। বিশেষত লকডাউনে প্রেক্ষাগৃহ, সিনেমা সিরিয়ালের শুটিং বন্ধ থাকায় দর্শকদের একটা বড় অংশ ঝুঁকেছিল OTT র দিকে।

ডিজিটাল প্ল‍্যাটফর্মে বহু বিগ বাজেটের ছবিও মুক্তি পেয়েছে। বাংলা থেকে হিন্দি এবং ইংরেজি OTT প্ল‍্যাটফর্মগুলির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। নামজাদা অভিনেতা অভিনেত্রীরা পা বাড়াচ্ছেন ওদিকে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

হইচই বাংলা বিনোদন প্ল‍্যাটফর্মগুলির মধ‍্যে অন‍্যতম। এসভিএফ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড এই সাইটটি খুব বেশি পুরোনো নয়। কিন্তু কিছুদিনের মধ‍্যেই বহু সাইটকে ছাপিয়ে গিয়েছে জনপ্রিয়তার নিরিখে। ওয়েব সিরিজ ছাড়াও এই সাইটে রয়েছে সিনেমা, মিউজিক ভিডিও, অরিজিনাল সিরিজ।

দর্শকদের একাংশের মধ‍্যে এই অরিজিনাল সিরিজগুলি নিয়েই একাধিক বার ক্ষোভ দেখা দিয়েছে। সিরিজগুলির বেশিভাগই নাকি অ্যাডাল্ট কনটেন্টে ভর্তি যা পরিবারের সঙ্গে বসে দেখা যায় না। অশ্লীলতা দেখিয়ে দর্শক টানার অভিযোগও উঠেছে হইচই এর দিকে।

অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায় এবার এ বিষয়ে মুখ খুললেন। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘আমি হইচই টাই দেখি। কিন্তু সেখানকার কনটেন্ট এত খারাপ, পর্ন বলা যায়। এগুলো বাড়িতে চালাতেই পারি না। স্টুডিওতে শুটের ফাঁকে মাঝে মাঝে দেখি যেগুলোর কনটেন্ট ভাল।’

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment