ফের গ্যাস লিক করে দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি ২৫, আশঙ্কাজনক ৩

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ফের গ্যাস লিক করে দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি ২৫, আশঙ্কাজনক ৩

অন্ধ্রপ্রদেশ: করোনা আবহের মধ্যেই একের পর এক ঘটে চলেছে মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় অ্যামোনিয়া গ্যাস লিক করে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। কমপক্ষে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

জানা গিয়েছে, চিত্তুরের বন্দাপল্লি গ্রামে একটি ডেয়ারি প্ল্যান্ট থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে। যার জেরে বিপত্তি। ওই প্ল্যান্টের আশপাশ অঞ্চলের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। চারপাশে অসুস্থ বাড়তে থাকায় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

বিভিন্ন সূত্র মারফত‌ খবর, গুরুতর অসুস্থ ১৫ থেকে ২৫ জনকে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে, গভীর রাত পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় একটি দুগ্ধপ্রকল্পের প্ল্যান্টে অ্যামোনিয়া গ্যাস লিক করেছিল। তবে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

যে প্ল্যান্টে এই গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে, সেটি চিত্তুরের পুতলপট্টু ডিভিশনের বন্দাপল্লি গ্রামে। ডেয়ারির মালিকানা চেন্নাইয়ের এক কোম্পানির। তামিলনাড়ুতে এই কোম্পানির দুধ ও দুগ্ধজাত পণ্য অত্যন্ত জনপ্রিয়।

চিত্তুরের কালেক্টরের দাবি, বর্তমানে ১৫ জন হাসপাতালে চিকিত্‍‌সাধীন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে, বেসরকারি সূত্রে দাবি করা হয়, হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫ জন। অসুস্থ কর্মীদের সকলেই মহিলা।

এর আগে গত মে মাসে অন্ধ্রের একটি গ্যাস দুর্ঘটনা ১৯৮৪ সালের ভোপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনার কথা মনে করিয়ে দেয়। অন্ধ্রপ্রদেশের বিশাখাপতনমের গ্যাস লিক করে পাঁচটি গ্রামের হাজার হাজার বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। অন্তত ১০ জন মারা যান।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment