অভিনেতা ওম সাহানি এবং মিমি দত্ত বৈদিক মতে বিয়ে সারলেন।অরিত্র মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ দাগ কেটে দিয়েছে দর্শকমনে।
বিয়ের পৌরহিত্য করলেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিক্রমাদিত্য-শবরীর মতোই ওম-মিমি বিয়ে করলেন কন্যাদান ছাড়াই। শুভদৃষ্টি, সাতপাক, মালাবদল সবই হল বৈদিক মতে।
বিয়ের আবহ সংস্কৃত মন্ত্র, রবীন্দ্রসঙ্গীতে তৈরি হয়। ক্লাব ভার্দে ভিস্তায় ওম-মিমির আনুষ্ঠানিক বিয়েতে ছিল আমিষ-নিরামিষের রকমারি রান্না। স্টার্টারে ছিল ক্রিসপি চিলি পনির, ফিশ ওরলি, মালাই টিক্কা কাবাব, ফ্রুট পাঞ্চ, চিলি প্রন, ফিশ ব্যাটার ফ্রাই।
নৈশভোজে নিরামিষের টিমে ছিল ভেজিটেবল জয়পুরি, ডাল মাখানি, বাটার নান, মসালা কুলচা, সাদা ভাত, পিস পোলাও। আমিষের দলে ছিল গ্রিলড ফিশ ইন লেমন বাটার সস, মাটন রারা। শেষপাতে ছিল মিক্সড ফ্রুট চাটনির সঙ্গে রোস্টেড পাপড়। আর ছিল চকোলেট মন্টে কার্লো ও বেকড রসগোল্লা।