নিজের আপার্টমেন্টেই খুন অভিনেতা, তদন্তে পুলিশ
কর্ণাটক: নিজের আপার্টমেন্টেই খুন হলেন তুলু অভিনেতা সুরেন্দ্র বান্টওয়াল। বুধবার সকালে তার অ্যাপার্টমেন্ট থেকে দেহ উদ্ধার করে পুলিশ। কর্ণাটকের বানটওয়ালের বিসি রোডে থাকতেন এই অভিনেতা। টাকা পয়সা নিয়ে বিরোধের কারনেই তাঁকে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, ইতিমধ্যেই মামলার তদন্ত শুরু হয়ে গিয়েছে।
2020 ভারতীয় বিনোদন শিল্পের জন্য এক বিপর্যয়ের বছর হয়ে দাঁড়িয়েছে। ঋষি কাপুর থেকে শুরু করে ইরফান খান, সুশান্ত সিং রাজপুত সহ বেশ কয়েকজন অভিনেতাকে হারিয়েছি আমরা। তা বাদেও প্রয়াতদের মধ্যে ছিলেন সংগীত সুরকার ওয়াজিদ খান, চলচ্চিত্র নির্মাতা বসু চ্যাটার্জী, সমীর শর্মা, অক্ষত উত্কর্ষ।
এছাড়া, চলতি বছরের সেপ্টেম্বরে খলনায়ক তথা কৌতুক অভিনেতা জয়া প্রকাশ রেড্ডি গুন্টুরে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।