এবার হারিয়ে যাওয়া আধার কার্ড ফেরত, পাবেন নিমেষেই, জানুন কীভাবে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

এবার হারিয়ে যাওয়া আধার কার্ড ফেরত, পাবেন নিমেষেই, জানুন কীভাবে

ভারতবর্ষে বর্তমানে সর্বত্র গ্রাহ্য নাগরিক পরিচয়পত্র হল আঁধার কার্ড। যা সরকারি ক্ষেত্র থেকে শুরু করে বেসরকারি ক্ষেত্রেও প্রয়োজনীয়। আঁধার কার্ড না থাকলে নানা সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। কি হবে যদি এই আঁধার কার্ড হারিয়ে যায়? হারিয়ে যাওয়া আঁধার কার্ড ফিরে পেতে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে। আর তাহলেই পেয়ে যাবেন নতুন আঁধার কার্ড

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

প্রথমে যেতে হবে “UIDAI” ওয়েবসাইটে। সেখানে গিয়ে “My Aadhar” অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর “ Retrive Lost of Forgotten EID / UID” অপশনটি সিলেক্ট করতে হবে। এবার একটি পেজ আসবে যেখানে আঁধার কার্ড সন্মন্ধিত কিছু ডিটেলস চাওয়া হবে। আঁধার কার্ড নম্বর বা আঁধার এনরোলমেন্ট নম্বর বা মোবাইল নম্বর বা ইমেইল আইডি দিতে হবে।

এরপর সেই নাম্বারের ফোনে একটি “OTP” আসবে। যেটিকে সেই পেজের ক্যাপচা কোড দিয়ে এন্ট্রি করে সাবমিট করতে হবে। এরপর একটি পেমেন্ট গেটওয়ে খুলে যাবে। এখানে ৫০ টাকার একটি পেমেন্ট করতে হবে। এটুকু করলেই আপনার আঁধার কার্ড আপনার বাড়ির ঠিকানায় আগামী ১৫ দিনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে যাবে।

তবে মনে রাখতে হবে আঁধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত থাকলে অনেকটা সুবিধা পাওয়া যেতে পারে। অবশ্য ফোন নাম্বার না থাকলে আঁধার কার্ড নম্বর বা আঁধার এনরোলমেন্ট নম্বর দিয়েও আঁধার কার্ড অর্ডার করা যাবে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment