সমস্ত বাধা-বিপত্তিকে জয় করে ভারকালা পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টরের পদে অ্যানি শিবা!

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

aani shiva

লড়াই ২৪ ডেস্ক: কেরালার ভারকালা এলাকারই পুলিশ অফিসার হয়েছেন অ্যানি শিবা। তবে তার অফিসার হওয়ার পথটা সহজ ছিল না ;১৮ বছর বয়সে সন্তান-সহ স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তাকে।পরিবারের অমতে গিয়ে বিয়ে করেছিলেন বলেই হয়তো শেষ পর্যন্ত এই পরিণাম হয়েছিল তাঁর ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

 

কিন্তু জীবন যুদ্ধে হার মানেননি অ্যানি শিবা। কেরালার ভারকালায় লেমোনেড ও আইসক্রিমের দোকান খুলে পর্যটন ব্যবসায়ে যোগদান করেছিলেন। আর স্বপ্ন দেখা ছাড়েননি। যার জেরে আজ তিনি নিজের স্বপ্নপূরণে সফল হয়েছেন। সেই ভারকালা এলাকারই পুলিশ অফিসার  হয়েছেন অ্যানি।

 

কেরালা পুলিশ অ্যানি শিবার এমন অসামান্য সাফল্যে খুশি হয়ে  তাঁকে সাধুবাদ জানিয়েছে।

 

সেখানে ট্যুইট করে অ্যানির প্রশংসায় লেখা হয়েছে, ‘মনের জোর ও আত্মবিশ্বাসের সত্যিকারের উদাহরণ। ৬ মাসের সন্তানকে নিয়ে ১৮ বছরের মেেয়কে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। তিনিই এখন ভারকালা পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর।’

 

সমস্ত বাধা-বিপত্তিকে জয় করে ভারকালা পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টরের পদে প্রবেশনারি পিরিয়ড করছেন অ্যানি।

 

একটি সাক্ষাৎকারে অ্যানি জানিয়েছেন, ‘কয়েকদিন আগেই জানতে পারি, আমার পোস্টিং হয়েছে ভারকালা পুলিশ স্টেশনে। এই এলাকায় দিনের পর দিন অনেক চোখের জল ফেলেছি। আমাকে ও আমার সন্তানকে কেউ দেখার ছিল না। ভারকালা শিবগিরি আশ্রম এলাকায় আমি অনেক কাজের চেষ্টা করেছি। শেষে লেমোনেড ও আইসক্রিম বিক্রির ব্যবসাও করেছি। কোনওটাই চলেনি। তখন এক ব্যক্তি আমাকে টাকা দিয়ে সাহায্য করে উপদেশ দিয়েছিলেন সাব-ইন্সপেক্টরের পরীক্ষায় বসতে।’

aani shiva

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment