ধোনির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিল রায়না, সোশ্যাল মিডিয়ায় আবেগ ঘন পোস্ট
নিজস্ব সংবাদদাতা: একই দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলো দুই ভারতীয় ক্রিকেটার।
তবে কি ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরমহলে কোনো সংঘাত হয়েছে। সন্দেহ দানা বাঁধছে সেই নিয়েই।
ধোনির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না। সোশাল মিডিয়ায় আবেগ ঘন পোস্ট করে ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় দলের সফলতম ক্রিকেটার সুরেশ রায়না।
তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। এরপর তিনি মহেন্দ্র সিং ধোনিকে ট্যাগ করে লেখেন তোমার সাথে ক্রিকেট খেলাটা আমি অনেক উপভোগ করেছি। আর এই সফরে আমি তোমার সাথেই থাকবো। ধন্যবাদ ভারত জয় হিন্দ ।
প্রসঙ্গত ধোনির প্রিয়তম বন্ধু রায়না একসঙ্গে ইন্ডিয়া টিমে খেলেছেন। এছাড়া আইপিএল এও একই দলে খেলেন।
২০১৪ সালে যখন ধোনি অস্ট্রেলিয়া সফরের মাঝপথে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন সেই অবসর নেওয়ার কথা ধোনি প্রথম সুরেশ রায়নাকেই জানিয়েছিলেন।
ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়াটা রায়নাকে আঘাত করেছে। তাই তিনিও হয়তো বন্ধুর সাথে একই দিনে বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
রায়না হলেন প্রথম ভারতীয় ক্রিকেটার। যার দখলে টেস্ট ,ওডিআই এবং টি টুয়েন্টি ম্যাচে সেঞ্চুরি আছে।