গর্ভবতী হয়ে পড়ায় মা -বাবা সহ প্রেমিক মিলে বিক্রি করে দিল সতেরোর কিশোরীকে
গুজরাট: ১৭ বছরের এক নাবালিকা গর্ভবতী হয়ে পড়ায় বিক্রি করে দেওয়া হল তাঁকে। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদোদরার শিনোর তালুকা অঞ্চলে।
সূত্রের খবর, মেয়েটির সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক ছিল। এরপরেই ওই নাবালিকা গর্ভবতী হওয়ায় তাঁর মা,বাবা, প্রেমিক তিনজনে মিলে তাঁকে বেঁচে দেওয়ার সিদ্ধান্ত দেয়।
ঘটনাটি পুলিশে দায়ের হওয়ায় পর তিন জনকেই শিশু পাচার আইনে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, মেয়েটিকে বেঁচে দেওয়ার পর এক আত্মীয় ওই নাবালিকার বাবাকে বলেন ” কম টাকায় মেয়েকে বেঁচেছেন, তাঁর বয়স কম হওয়ায় বেশি টাকায় বেচা উচিত ছিল” ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রকল্পের মাধ্যমে মানুষকে সচেতন করার প্রক্রিয়া চলছে। কিন্তু তা যে আদেও কি কার্যকর হচ্ছে সেটা তো ঘটনা গুলোই প্রমান দিচ্ছে।