ভাড়াবাড়িতে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী
কৃষ্ণনগর: স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করলেন স্বামী। তারপর নিজেও আত্মঘাতী হলেন। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নবদ্বীপের তেঘরী পাড়া ভট্ট পাড়ায়। মৃতের নাম সুভাষ ঘোষ, বয়স ৪৯। তাঁর স্ত্রী-এর নাম স্বপ্না ঘোষ।
জানা গিয়েছে, তেঘরিপাড়া ভট্টপাড়া বিশ্বাসের বাড়িতে বিগত ১৮ বছর ধরে ভাড়া থাকতেন ওই দম্পতি। তাঁদের একমাত্র সন্তান এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। ছেলে সুব্রত সকালে খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর দুপুর ১টা নাগাদ বাড়ি ফিরে এই ঘটনা দেখতে পান।
পেশায় লরি চালক সুভাষ স্ত্রী স্বপ্নাকে শ্বাসরোধ করে খুন করেছে বলে অনুমান। তারপর তিনি নিজেও গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। নবদ্বীপ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।