South 24 pargana news
লড়াই ২৪ : পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। তাঁর জেরে বন্ধ হচ্ছে জেলায় জেলায় বিভিন্ন বাজারহাটগুলি। জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কোভিড বিধিতে শিথিলতার কোনো জায়গা নেই। এমন অবস্থায় করোনা পরিস্থিতিতে চড়ুইভাতির অংশ হয়ে বেশ সমস্যায় পড়লেন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ১ নম্বর ব্লকের বিডিও। সংক্রমনের নিরিখে এই ব্লকটিও পিছিয়ে নেই।
এখানে বেশ কয়েকদিন পূর্বে খোদ বিডিও নিজে লকডাউনের ঘোষণা করেছেন। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে তাঁর উপেক্ষা করে মত্ত হয়েছেন চড়ুইভাতিতে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভের মুখে পড়েছেন স্থানীয় বিডিও ফতেমা কাওসার। বিডিওর এহেন আচরণের তীব্র সমালোচনা করেছেন স্থানীয় বিজেপি নেতা।
সুফল ঘাঁটু নামে ওই স্থানীয় বিজেপি নেতা জানান, আইন এবং বিধি-নিষেধ সকলের জন্য সমান হওয়া উচিত। সাধারণ মানুষের যদি নিয়ম ভাঙ্গার জন্য শাস্তি হয় তবে বিডিও নিজেই নিয়ম করে নিজেই ভেঙেছেন। তাহলে তাঁরও একই শাস্তি হওয়া উচিত। যদিও এই বিষয় নিয়ে যথেষ্ট বিতর্কিত হয়েছেন বিডিও ফতেমা কাওসার। কিন্তু তিনি নিজে এমন বিধি ভঙ্গের পদক্ষেপ কেন নিলেন সে বিষয়ে কোনো উচ্চবাচ্য করেননি।
স্থানীয়দের প্রশ্ন, এলাকায় সংক্রমণ বৃদ্ধির ফলে বন্ধ হয়েছে সমস্ত দোকানপাট, বাজার এবং অনুষ্ঠান। কিন্তু সাধারণ মানুষের জন্য এই সকল নিয়ম গুলিকে তৈরি করে বিডিও কেন নিজে নিয়ম ভাঙতে চললেন?
জানা যায় ,সেদিন ওই চড়ুইভাতি তে উপস্থিত ছিল প্রায় ১০০ জনেরও বেশি লোক। তাদের মধ্যে বিডিও অফিসের আধিকারিক এবং তাদের পরিবারের সদস্যরা ছিল বলেও জানা যায়। যেখানে গত ১৮ই জানুয়ারি থেকে উস্তি সহ আরও আটটি এলাকায় কঠোর বিধিনিষেধ।
South 24 pargana news