পরিযায়ী শ্রমিকদের পর ‘নিসর্গ’-এ ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়ালেন সোনু সুদ
মুম্বাই: দেশের আকাশে করোনার স্থায়ী মেঘের মধ্যে বার বার ব্রজপাত সহ ভারী বৃষ্টি হয়ে নেমে এসেছে একাধিক বিপর্যয়। সেই সব বিপর্যয় মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন একাধিক তারকারা। তবে, সেই তালিকায় সম্প্রতি একেবারে প্রথম সারিতে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ।
পরিযায়ী শ্রমিকদের ফেরাতে তার অবদান মন জয় করছে নেটিজেন থেকে সমগ্র দেশবাসীর। তাদেরকে ফেরাতে তিনি একাধিক বাস, বিমান , খাদ্যসামগ্রী সহ নানান পদক্ষেপ নিয়ে ছিলেন।
এবার সেই তিনিই এগিয়ে এলেন সুপার সাইক্লোন নিসর্গে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে। উপকূলে বসবাসকারী ২৮,০০০ মানুষকে পাকা স্কুলবাড়িতে সরিয়ে আনলেন তাঁর সাহায্যকারীদের সঙ্গে। তাঁদের খেতে দিলেন।
এছাড়া, সব ব্যবস্থা করার পাশাপাশি সোনু বললেন, ‘খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। একে অপরের শক্তি হয়ে না দাঁড়ালে এই সময়টাকে পেরতে পারব না। তাই সকলকে নিরাপদে রাখার চেষ্টা করছি।