পিপিই কিট পরে রাজ্যসভা নির্বাচনে ভোট দিতে গেলেন করোনা আক্রান্ত বিধায়ক
মুম্বাই: গতকাল অর্থ্যাৎ শুক্রবার দেশের ১০টি রাজ্যে ২৪টি রাজ্য সভার আসনে ভোট গ্রহণ চলছে। সেই তালিকায় আছে মহারাষ্ট্রও। যেখানে বিজেপি-কংগ্রেসের মধ্যে টানটান উত্তেজনা। তাই ঝুঁকি নিল না কংগ্রেস। পিপিই কিট পরেই ভোট দিতে দেখা গেল করোনা আক্রান্ত মধ্যপ্রদেশের ভোপালের কংগ্রেস বিধায়ক কুণাল চৌধরীর।
উল্লেখ্য, মধ্যপ্রদেশের ২০৫টি আসনে ভোট দানের পরই তিনি আসেন ভোট দিতে। তার আসার খবর আগেই ছিল। তাই তিনি আসা মাত্রই সবাই কিছুটা করে দূরত্ব বাজায়ে রাখে। আয়াম্বুলেন্স করে তিনি আসেন। ভোট দিয়ে আবার ফিরে যান।
উল্লেখ্য, গত ৬ জুন কংগ্রেস বিধায়ক কুনাল চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। ১১ই জুন তার নমুনা পরীক্ষা করা হয়। তারপর ১৩ই জুন রিপোর্ট পজিটিভ আসে। সেই থেকেই চিকিৎসাধীন তিনি।
তবে, ভোটের আসরে বিজেপি-কংগ্রেসের মধ্যে উত্তেজনার কারণে নিজেকে আটকে না রেখে ভোট দিতে চলে আসেন। তবে ভোট গ্রহণ কেন্দ্রে যারা ছিলেন, তারা প্রত্যেকেও পিপিই কিট পরেই ছিলেন।