পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার পর রাজ্যে কন্টেন্টমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০০
কলকাতা: কয়েকদিন আগে পর্যন্ত ও রাজ্যে কন্টেন্টমেন্ট জোনের সংখ্যা ছিল প্রায় ৬০০। তবে এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ র ও বেশি। যা রীতিমত দুশ্চিন্তায় ফেলেছে প্রশাসনদের।
তবে, কন্টেন্টমেন্ট জোনের বৃদ্ধির কারণ হিসেবে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাই অন্যতম কারণ হিসেবে দেখছে স্বাস্থ্য দপ্তর ও নবান্ন। এমনটাই জানান হয়েছে সেখান থেকে।
ইতিমধ্যেই ১৫০ টির ও বেশি ট্রেন প্রবেশ করেছে রাজ্যে। আর এই ট্রেনগুলি রাজ্যে ঢোকার পর যে আক্রান্ত ও কন্টেন্টমেন্ট জোনের সংখ্যা বাড়বে তা আগেই আশঙ্কা করেছিল রাজ্য সরকার।
শুধুমাত্র কলকাতাতেই কনটেন্টমেন্ট জোনের সংখ্যা ৩৫১। হাওড়ায় ৭৬ এবং উত্তর ২৪ পরগণায় তা ১৪৪। অথচ এর মধ্যেই লকডাউন শিথিল হওয়ায় ও ভেঙে পড়া অর্থনীতি কে চাঙ্গা করতে যে আনলকড ওয়ান পর্ব শুরু হয়েছে রাজ্যে।
আর তাতে পরবর্তী দিনে কন্টেন্টমেন্ট জোন ও সংক্রমনের সংখ্যা আরও ই বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।