ফের আত্মঘাতী বলিউড তারকা
মুম্বাই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে প্রতিদিন নতুন কিছু তথ্য বেরিয়ে আসছে। এরই মাঝে ফের বলিউডে এক দুর্ঘটনা। আত্মঘাতী হলেন ছোট পর্দার তারকা অভিনেতা সমীর শর্মা। জানা যাচ্ছে যে মুম্বাইতে নিজের বাড়িতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
‘কাহানি ঘর ঘর কী’ ধারাবাহিকের অভিনেতা সমীর শর্মার আত্মহত্যার ঘটনায় মলাড পুলিশ এজাহার দাখিল করেছে। নিজের ফ্ল্যাটে, সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে ৪৪ বছরের এই তারকার দেহ।
পুলিশ সূত্রে খবর, উক্ত অভিনেতা ২-৩ দিন আগেই আত্মহত্যা করেছেন। মৃতদেহ দেখে পুলিশের প্রাথমিক সন্দেহ হয়েছে এটাই। বুধবার রাতে প্রথম কর্তব্যরত চকিদার সমীর শর্মার দেহ ঝুলতে দেখেছেন বলে জানা যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সমীর শর্মা কাহানি ঘর ঘর কী, ইয়ে রিস্তা হ্যায় পেয়ার কা, দিল চাহতা হ্যায় প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেছেন দক্ষতার সাথে।