২৪ ঘন্টায় দেশে আবারও রেকর্ড সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ১৪,৯৩৩

Loading

২৪ ঘন্টায় দেশে আবারও রেকর্ড সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ১৪,৯৩৩

স্বাস্থ্যমন্ত্রক: করোনা সংক্রমণ দেশে ফের নজির গড়ল। দেশে করোনা আক্রান্ত ও মৃতের পারদমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। একের পর এক রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সেই মত গত ২৪ ঘন্টায় দেশে করোনার মারন থাবার শিকার হয়েছেন ১৪,৯৩৩ জন। যা এযাবৎ সর্বাধিক। ফলে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৪০,২১৫।

অন্যদিকে থেমে না থাকা মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় ৩১২ বেড়ে দাঁড়াল ১৪,০১১। তবে, স্বস্তির বার্তা দেশে সুস্থতার হার অনেকটাই বেশি। গত ২৪ ঘন্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজারের বেশি।

যারফলে এযাবৎ দেশে করোনা জয়ীর সংখ্যা দাঁড়াল ২,৪৮,২১৫। ফলে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা রইল ১,৭৮,০১৪।

অন্যদিকে দেশে আক্রান্তের নিরিখে একেবারে শীর্ষে এখনপর্যন্ত মহারাষ্ট্রই। মারাঠী দের এই রাজ্যে এই পর্যন্ত করোনা ধরা পড়ে ১,৩৫,০০০।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: