ফের স্কুল ফি নিয়ে বিক্ষোভ অভিভাবকদের
কলকাতা: অতিরিক্ত স্কুলের ফি বাড়ানোর দাবিতে কলকাতায় অশোক হল স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান।
অভিভাবকদের দাবি লকডাউন পর্বে টানা তিন মাস পড়াশোনা হয়েছে শুধুমাত্র অনলাইনে যার ফলে স্কুলকে শুধুমাত্র টিউশন ফি দেওয়া হলেও কোনরকম সেশন ফি দেওয়া হবে না। এছাড়াও স্বাভাবিকভাবেই কম্পিউটার, ল্যাবের এবং স্কুল বাসের খরচ দেওয়া হবে না।
কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো কিছুরই নিয়ম না মেনে ন্যায্য ফি এর বেশি সমস্ত কিছুর ফি চাইছে। এমনকি এই নিয়ে অভিভাবকদের সাথে কোনরকম আলোচনা বা সাক্ষাৎ করতেও রাজি হয়নি স্কুল কর্তৃপক্ষ। যার ফলে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য হন তারা।