দিল্লি: মার্চ-এপ্রিলে আসা করোনার দ্বিতীয় ঢেউ ভারতকে একেবারে নাজেহাল করে দেয়। পরিস্থিতি এখন কিছুটা শিথিল হলেও, ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে করোনা তৃতীয় ঢেউ। কিন্তু ঠিক কবে তা দেশে আছড়ে পড়বে অথবা কতটা ভয়ঙ্কর হতে পারে এই ধেউ?-এই সব প্রশ্নের নেই কোনো উত্তর।
তবে শনিবার দিল্লির AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানান, “ভারতে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। কোভিড সংক্রমণে তৃতীয় ঢেউয়ের আঘাত অনিবার্য। এই পরিস্থিতিতে বিশাল জনসংখ্যার এই দেশে টিকাকরণ সম্পন্ন করাই এক বিশাল বড় চ্যালেঞ্জ।” একই সঙ্গে টিকা নিয়েও ধোঁয়াশা কাটালেন তিনি। তাঁর কথায়, “কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়ের ব্যাবধান কোনোরকম খারাপ প্রভাব ফেলবে না।”
আর পড়ুন…শাহের সঙ্গে ফের বৈঠকে রাজ্যপাল, জল্পনা তুঙ্গে
পাশাপাশি আনলক পর্বে আরও সচেতনতা বজায় রাখতে হবে বলে জানান তিনি। তবে দেশের বহু রাজ্যে ইতিমধ্যে বিধিনিষেধ অনেকটাই শিথিল করে দিয়েছে। তিনি আর বলেন, করোনা দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে তৃতীয় ঢেউ আসার আগে থেকেই সংক্রমণের হটস্পট গুলি চিহ্নিত করে কোভিড পরিক্ষার মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন