Aindrila Sharma Died: কোমা থেকে আর কোনওভাবেই ফেরানো গেল না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী।
১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ২৪ বছর। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। করা হয় অস্ত্রোপচারও। মাঝে চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন অভিনেত্রী।কিন্তু বিফলে গেল ভক্তদের প্রার্থনা ও চিকিৎসকদের যাবতীয় চিকিৎসা। আর নেই ঐন্দ্রিলা।
পাকস্থলীর ক্যানসার: এই জিনিসগুলো অবিলম্বে ত্যাগ করুন, না হলে পাকস্থলীর ক্যান্সার হতে পারে
কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়।
এর আগে দু’বার ক্যানসারকে হারিয়ে ছিলেন তিনি। কিন্তু এবার আর পারলেন না। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরও লড়াই চালিয়েছিলেন। শনিবার রাতে অন্তত ১০ বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁর মৃত্যুতে বাংলা বিনোজন জগতে শোকের ছায়া নেমে এসেছে। Aindrila Sharma Died
লাইক করুন – https://www.facebook.com/lorai24