বায়ুদূষণ ও শীতের কারনে বাড়তে পারে করোনা, আশঙ্কা এইমস অধিকর্তার
নয়াদিল্লি: বায়ুদূষণ ও শীতের কারনে বাড়তে পারে করোনা। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন এইমস অধিকর্তার ড. রনদীপ গুলেরিয়া।
লকডাউন উঠতেই বিশ্বজুড়ে ফের বাড়তে শুরু করেছে বায়ুদূষণ। তাঁর মধ্যেই আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে শীত। আর এই পরিস্তিতিতে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে তিনি জানান।
তিনি বলেন, সোয়াইন ফ্লু মত শীতকালে বাড়তে পারে করোনা সংক্রমণ। ইতালি ও চিনে হওয়া গবেষনার ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে।