মুম্বাই: করোনা থেকে মুক্তি পেলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং তার মেয়ে আরাধ্যা। গত ১২ জুলাই তাদের করোনা ধরা পড়ে ।
প্রথমে করোনা আক্রান্ত হন অমিতাভ বচ্চন। তারপর তাদের গোটা পরিবারের করোনা টেস্ট করা হয়, অমিতাভ বচ্চনের করোনা রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গে অভিষেক বচ্চনেরও করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ঐশ্বর্য এবং আরাধ্যার সোয়াব টেস্ট করা হলে করোনা ধরা পড়ে , তবে জয়া বচ্চনের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন কে মুম্বাই এর নানাবতি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু উপসর্গ কম থাকায় ঐশ্বর্য এবং মেয়ে আরাধ্যা বাড়িতেই হোম আইসলেশনে থাকেন তবে কিছু দিন বাদে তারাও হাসপাতালে ভর্তি হন।
অবশেষে ঐশ্বর্য এবং মেয়ে আরাধ্যার করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তাদের ছেড়ে দেওয়া হয়। তবে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের এখনো রিপোর্ট পজিটিভ তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।