মুম্বাই: লকডাউনের কারণে বেশ গভীর ভাবে আক্রান্ত হয়েছে বলিউড ইন্ডাস্ট্রি। এই লকডাউনে নামীদামী তারকাদের কোনো অসুবিধা না হলেও ক্ষতিগ্রস্থ হয়েছে রোজের চুক্তিতে কাজ করা শিল্পীরা। দুমাস ধরে করোনার সংক্রমণের কারণে বন্ধ বলি ইন্ডাস্ট্রি, তার জেরে সমস্যায় ভুগতে হচ্ছে এই শিল্পীদের। যদিও ইতিমধ্যে যশরাজ স্টুডিও, সালমান টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট ও তাদের পরিবারের পাশে দারিয়েছেন। এবার ইন্ডাস্ট্রির নৃত্য শিল্পীদের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার। জানা গিয়েছে, লকডাউনে তিনি প্রায় ৩৬০০ বলি নৃত্যশিল্পীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
এক সাক্ষাৎকারে কোরিওগ্রাফার গণেশ আচারিয়া অক্ষয় কুমারের এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ঘটনার মূল সূত্রপাত জানান। তিনি বলেন, কিছুদিন আগেই তার জন্মদিনে অক্ষয় কুমার তাঁকে যখন প্রশ্ন করে তার কি চাই, তিনি জানান, ওই সব নৃত্যশিল্পীদের মুখে ভাত জোগানো ছাড়া আর কিছুই চান না তিনি।
ইয়াসের দাপটে কলকাতা হয়ে পড়লো জল ও বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন
এই নৃত্যশিল্পীদের তালিকায় রয়েছেন, ১৬০০ জুনিয়ার কোরিওগ্রাফার ও বয়স্ক নৃত্যশিল্পী এবং ২০০০ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। অক্ষয় কুমারের সাহায্যের ফলে গণেশের এনজিও থেকে তাদের রেশন তুলে দেওয়া হবে এবং যারা রেশন নিতে আগ্রহী নয় তারা টাকা নিয়ে নিতে পারেবেন। সম্পূর্ণটাই তাদের উপর।
এমন নয় যে অক্ষয় কুমার এই মহামারিতে প্রথম সাহায্যের হাত বাড়ালেন। এর আগেও তাকে দেখা গিয়েছিল তার স্ত্রী টুইঙ্কল খান্নার সাথে যৌথ ভাবে কাজ করতে। অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে তারা ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন। এছাড়াও তিনি প্রাক্তন ক্রিকেটর গৌতম গম্ভীরের সেচ্ছাসেবী সংগঠনে ১ কোটি টাকা দান করেছেন।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন