ফবোর্স-এর প্রকাশিত প্রথম ১০০ ধনী তারকার তালিকায় একমাত্র ভারতীয় অক্ষয় কুমার
মুম্বাই: ফবোর্স-এর তরফে প্রকাশিত রিপোর্টে সম্পত্তির নিরিখে বিশ্বের ধনী তারকাদের তালিকায় আবারও নিজের স্থান ধরে রাখলেন অক্ষয় কুমার। এই তালিকায় তিনিই একমাত্র ভারতীয়। ২০১৯, জুন থেকে ২০২০, মে পর্যন্ত তার মোট সম্পত্তির পরিমান ৩৬৬ কোটি টাকা।
উল্লেখ্য, আগের বার প্রকাশিত তালিকায় অক্ষয়ের স্থান ছিল ৩৩ এ। তবে এবার তা বেড়ে দাঁড়াল ৫২। তা সত্ত্বেও তিনি পিছনে ফেলে দিয়েছেন রিহানা, জেনিফার লোপেজের মত একাধিক বিশ্বের তাবড় তাবড় তারকা দের কে।
এছাড়াও ফবোর্স-এর তালিকায় উল্লেখ করা হয় যে,তিনি জনসেবার জন্যও খ্যাত৷ করোনা ত্রাণে তিনি দানও করেছেন সবথেকে বেশি৷ তবে লকডাউনে বন্ধ ছিল ইন্ডাস্ট্রি৷ সেক্ষেত্রে আয়ের দিক থেকে কিছুটা ধাক্কা খেয়েছেন অক্ষয়৷