ALERT: রবিবার পর্যন্ত অতি ভারি বৃষ্টিতে ভাসবে বাংলার এই জেলাগুলি

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় অশনি। এর ফলে আগামিকাল সকালের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। তারইমধ্যে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে এত পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে যে আগামী ১৫ মে পর্যন্ত ভেসে যাবে উত্তরবঙ্গের পাঁচ জেলা।

 

ভারি বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গের পাঁচটি জেলা (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার)। আগামী রবিবার পর্যন্ত ওই পাঁচ জেলার দু’একটি জায়গায় ভারী এবং দু’একটি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বাকি তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

 

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস আসছে। আগামিদিনেও আসবে। সেই বাতাস দক্ষিণবঙ্গের উপর থেকে উত্তরবঙ্গে যাচ্ছে। প্রচুর পরিমাণে যাচ্ছে জলীয় বাষ্পও। তার জেরেই রবিবার পর্যন্ত ভাসবে উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু’একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ থেকে ২০০ মিলিমিটার) হবে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment