Afghanistan
লড়াই ২৪ ডেস্ক: আফগানিস্তানের সঙ্গে নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছে ভারত। অপরদিকে আবার তালিবানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে বিশ্বের তাবড় তাবড় দেশ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের সঙ্গে কাবুলের সম্পর্ক কী হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ সর্বদলীয় প্যানেলের বৈঠকে ডাক দিল কেন্দ্র।
এদিন বেলা ১১টা নাগাদ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, NCP প্রধান শরদ পাওয়ার ও কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আজকের এই বৈঠক। বৈঠকের পরই আফগানিস্তান নিয়ে বড় সিধান্ত নিতে চলেছে ভারত।
আরও পড়ুন…………………আগামী ২৬ আগস্ট থেকে খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়
আফগানিস্তান নিয়ে রাজ্যসভা ও লোকসভার নেতাদের নিজস্ব মতামত জানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, আফগানিস্তান থেকে আটকে ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা করেছে কেন্দ্র। এখনো অনেকেই আটকে আছে সেখানে। যথাসম্ভব চলছে ফেরানোর কাজ।
Afghanistan