৩১ জুলাইয়ের মধ্যে চালু করতে হবে “এক দেশ এক রেশন কার্ড” ব্যবস্থা , নির্দেশ সুপ্রিমকোর্টের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

All states must implement one nation one ration scheme by 31 july

লড়াই ২৪ ডেস্ক :প্রতিটি রাজ্যকে “এক দেশ এক রেশন কার্ড” ব্যবস্থা চালু করার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট| করোনা মহামারীকে কেন্দ্র করে পরিযায়ী শ্রমিকরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে| বিশেষত তাদের জন্য দ্রুত এই পরিকল্পনাকে বাস্তবায়নের কথা বলা হয়েছে |

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

 এই কার্ডটি ব্যবহার করে পরিযায়ী শ্রমিকরা দেশের যে কোনো প্রান্ত  থেকে রেশনের সুবিধা লাভ করতে পারবে |আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই ব্যবস্থা চালু করার কথা জানিয়েছে আদালত |পাশাপাশি তাদের জন্য় কমিউনিটি কিচেনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে |

 আগে একটি মামলার শুনানির সময় কেন্দ্রসরকার সুপ্রিমকোর্টকে জানিয়েছিল অসম ,দিল্লি ,পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড় বাদে সব রাজ্যে  এই ব্যবস্থা চালু করা হবে | কিন্তু মঙ্গলবার সরকারের সেই আবেদনকে নাকচ করে দিল শীর্ষ আদালত| সব রাজ্যে এই ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়| বিচারপতি অশোক ভূষণ ও এমআর শাহ র বেঞ্চ আজ এই রায় ঘোষণা করেন |

শীর্ষ আদালত কতৃক সরকারকে একটি পোর্টাল তৈরির কথা বলা হয়েছে |সেই পোর্টালে সকল পরিযায়ী শ্রমিক ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে |“এক দেশ এক রেশন কার্ড” প্রকল্পটি  চালু করে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট  এর অধীনে  রেশন দেওয়ার ব্যবস্থা  করা হচ্ছে |

All states must implement one nation one ration scheme by 31 july

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment