নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলেন নিমতিতা অঞ্চলের সমস্ত শিক্ষকগন
মুর্শিদাবাদ: নদী ভাঙন মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিনের সমস্যা। এই গঙ্গা ভাঙন জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষিত। কিন্তু সমস্যার স্থায়ী সুরাহা কিছুতেই হচ্ছে না। প্রত্যেক বছর শুধু টাকা বরাদ্দেরই কথা শোনা যায়।
এই বছর বর্ষা শুরু হতেই সামসেরগঞ্জে ব্যাপকহারে ভাঙন শুরু হয়। ফলে ধানঘরা, ধুসরী পাড়া এবং প্রতাপগঞ্জের প্রায় ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। অনেক বাড়ি ইতিমধ্যে গঙ্গার কবলে চলে গিয়েছে। চারিদিকে শুধু হাহাকার।
এবার সেই ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে দাঁড়াতে নিমতিতা অঞ্চলের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ শুক্রবার নিমতিতা জি ডি ইনস্টিটিউটে ৩০০ মানুষজনকে খাওয়ানোর ব্যাবস্থা করেন। পাশাপাশি তারা তাদের ফান্ড থেকে চারদিন দুবেলা খাওয়ানোর কর্মসূচি গ্রহণ করেছেন।