ফের দেশে ১২ আগস্ট পর্যন্ত বাতিল করা হল সব ট্রেন চলাচল: রেল মন্ত্রক
নিউ দিল্লি: দেশজুড়ে করোনা সংক্রমণের দিকে তাকিয়ে ফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রেল। ১২ই আগস্ট পর্যন্ত বাতিল করা হল লোকাল সহ সব যাত্রীবাহী ট্রেন। বৃহস্পতিবার রেল মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়।
বিবৃতি তে এও জানানো হয় যে, ১লা জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত সব ট্রেনের বুকিং বাতিল করা হল। যারা অগ্রিম টিকিট কেটে রেখেছিল, তাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে।
রেল মন্ত্রকের তরফে দেওয়া বিবৃতি অনুসারে, লোকাল, মেল, এক্সপ্রেস সহ এমনকি শহরতলীর সব ট্রেন এই মর্মে বাতিল অর্থ্যাৎ বন্ধ রাখা হল।