কলকাতা: নিউটাউনে ‘হামলা’র মুখে পড়লেন দিলীপ ঘোষ। দাবি করা হচ্ছে, মর্নিং ওয়াকে গিয়ে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েছেন তিনি।
ঘটনাকে ঘিরে সাতসকালেই নিউটাউনে উত্তেজনা ছড়ায়। ঘটনার পর দিলীপ ঘোষকে এলাকারই এক দলীয় কর্মীর বাড়িতে নিয়ে যাওয়া হয়।
নিউটাউনে দিলীপ ঘোষের গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ। সেই সঙ্গে তাঁর নিরাপত্তাকর্মীর গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।