জয়েন্টে প্রথম হয়েও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার দেশের কৃতী ছাত্র

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

জয়েন্টে প্রথম হয়েও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার দেশের কৃতী ছাত্র

পুনে: আইআইটি ছেড়ে কেন এমআইটিতে তা নিয়ে প্রশ্ন উঠে, ট্রোলের শিকার জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্স)-এর শীর্ষে থাকা পুণের বাসিন্দা চিরাগ ফ্যালর।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সোমবার প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্স) এর ফলাফল। ৩৯৬ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩৫২ নম্বর।

কিন্তু আইআইটিতে ভর্তির আগেই ইতিমধ্যে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর অন্যতম MIT (ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি)-তে ভর্তি হয়েছেন চিরাগ।

সোশাল মিডিয়া যে প্রশ্ন তুলেছে তা হল, ইঞ্জিনিয়রিং-এ বিশ্বের এক নম্বরে থাকা MIT-তে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলার পর কেন তিনি JEE প্রবেশিকায় বসে সিট আটকে রাখলেন!

 

চিরাগের এহেন সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় তোলপাড়! অনেকে আবার মন্তব্য করেছেন, দেশের পাশে নয়, বিদেশে গিয়ে রাজ করবেন চিরাগ।

আবার অনেকে জানিয়েছেন, এ দেশে কোনও সুযোগ নেই তাই বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন ভালো ছাত্রছাত্রীরা। ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি একজন পরীক্ষার্থীকে তাঁর ব্যক্তিত্ব এবং অনেক কঠিন পরীক্ষার মধ্য়ে দিয়ে যাচাই করে বেছে নেয়। তবে সংস্থাকে চিরাগ জানিয়েছেন, JEE-র প্রবেশিকা বিশেষ করে অ্যাডভান্সও বেশ কঠিন।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment