জলপাইগুড়ি: পথ দুর্ঘটনার কবলে পড়লেন করোনা রোগীরা। রাতের বেলা করোনা রোগীবাহী একটি অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি লরিতে। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে ময়নাগুড়িতে। আহতরা চিকিৎসাধীন।
সূত্রের খবর, ৩ জন করোনা রোগীকে নিয়ে জলপাইগুড়ির কোভিড হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। গাড়িতে চালক ছাড়াও আরও ১ জন ছিল। ময়নাগুড়ি পলিটেকনিক কলেজের কাছে একটি লরিতে গিয়ে ধাক্কা দেয় ওই অ্যাম্বুল্যান্সটি।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। ঘটনায় আহত হন যাত্রীরা। করোনা রোগী সহ ৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে ময়নাগুড়ির ট্রাফিক থানার ওসি মানিক দাস বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। খবর দেওয়া হয় ময়নাগুড়ি হাসপাতালে। সেখান থেকে একটি অ্যাম্বুল্যান্স আনিয়ে সকলকে উদ্ধার করে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে পাঠানো হয়।”