করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন অমিত শাহ

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

নয়াদিল্লি : অবশেষে করোনা নেগেটিভ হলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)  । আজ টুইটারে অমিত শাহ জানিয়েছেন, তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও কিছুদিন হোম আইসোলেশনে থাকবেন তিনি।

টুইটে স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘‘আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই সময় আমার এবং আমার পরিবারের পাশে থেকে যাঁরা নিয়মিত সাহস জুগিয়েছে, আমার স্বাস্থ্যের খবরাখবর নিয়েছে, তাঁদেরও অসংখ্য ধন্যবাদ। আপাতত চিকিৎসকদের পরামর্শে কয়েকদিন হোম আইসোলেশনে থাকব।’’

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) ভূমিপুজোর দিন তিনেক আগে অর্থাৎ গত ২ আগস্টই মারণ করোনা ভাইরাস থাবা বসায় স্বরাষ্ট্রমন্ত্রীর শরীরে। ভরতি হন গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে বসেই সাক্ষী থাকেন রাম মন্দিরের ভূমিপুজোর।

মেদান্ত হাসপাাতলের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহর করোনা পজেটিভ হওয়ার পর তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশনে যাওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। তারপর বিজেপি শিবিরের অনেকেই হোম আইসোলেশনে গিয়েছিলেন।

amit shah

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment