কলকাতা: দেশজুড়ে চলছে করোনা অতিমারী। বাড়ছে সংক্রমনের হার। অথচ এর মধ্যেও রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করলেন না কোনও দলই। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অর্থ্যাৎ বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ জনসংবাদ র্যালি থেকেই মমতার সরকারের বিরুদ্ধে সুড় চড়ালেন।
ভার্চুয়াল র্যালি থেকেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘মমতা দিদি, ওই করোনা এক্সপ্রেসে চড়েই তৃণমূল এ রাজ্যের বাইরে চলে যাবে’। এখানেই থেমে না থেকে একের পর এক কেন্দ্র সরকারের প্রকল্প রাজ্যে বহাল না করায় তিনি বলেন, ‘ প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তাকে ভয় পান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্প মেনে নিলেও মমতা দিদি মানছেন না।’
মোদীর জনপ্রিয়তা কে ঢাল করে মমতার কেন্দ্রের প্রতি অসহযোগিতা নিয়েও বলেন যে, ‘গত ৬ বছরে দুনিয়া জুড়ে বিপুল সম্মান আদায় করেছে ভারত। ৬ বছরে ৬০ কোটি গরিব মানুষের জীবনে জনধন যোজনার মাধ্যমে পরিবর্তন এসেছে।’ ‘কেন্দ্রীয় নানা প্রকল্প থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী বাংলায় জনপ্রিয় হয়ে উঠবেন, সেই আশঙ্কাতেই কেন্দ্রীয় প্রকল্প চালু করতে অসহযোগিতা করছেন উনি।’
প্রধানমন্ত্রী মোদীর ৬ বছরের কাজের খতিয়ানের সঙ্গে মমতার ১০ বছরের কাজের খতিয়ানকেও চ্যালেঞ্জ ছুড়ে মমতাকে শাহ বলেন, ‘ আপনি গত ১০ বছরের কাজের হিসেব দিন। তবে বোমা বিস্ফোরণের হিসেব দিয়ে দেবেন না যেন।’