BREAKING: অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন আমিত শাহ
নয়াদিল্লি: করোনা আক্রান্তের কারনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন যাবত কোভিড-কেয়ারে ভর্তি ছিলেন। কিন্তু, আজ সকালে দিল্লির এইমস হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত ২ অগাস্ট আমিত শাহ করোনা টেস্ট করান। আর তারপরই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তবে, করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরতে না ফিরতেই আবারও শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারনে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
করোনা পজিটিভ হওয়ার পর তিনি নিজেই টুইট করে সেকথা জানান। পাশাপাশি তিনি আরও বলেন যে, “গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দ্রুত নিজেদের আইসোলেট করুন”।
তবে, আপাতত তিনি সুস্থ আছেন। আর তাই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।