আরাধ্যার সঙ্গে গান রেকর্ড করলেন অমিতাভ বচ্চন
মুম্বাই: সব সময় কাজে ব্যস্ত থাকেন ‘বিগ বি’ অর্থাৎ অমিতাভ বচ্চন। কাজের থেকে কখনোই ছুটি নেন না তিনি। ইন্ডাস্ট্রির সহ কর্মীরা যখন নতুন বছর আগমনের আগে ছুটি কাটাতে ব্যস্ত, ৭৮-বছর বয়সী অভিনেতা তখন মিউজিক রেকর্ডিংয়ের কাজে ব্যস্ত।
বলিউড অভিনেতা অমিতাভের সঙ্গে মিউজিক রেকর্ডিং করতে দেখা গেছে ৯-বছরের নাতনি আরাধ্যাকে। অভিনেতা তাঁদের রেকর্ডিং সেশনের ছবি পোস্ট করেছেন।
টুইটারে সেই ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘টি-৩৭৬৪- কাল ভোরে… উদযাপন শুরু হবে.. কিন্তু তাতে কী.. একটা অন্য দিন অন্য বছর.. বড় কিছু ! এর থেকে ভালো পরিবারের সঙ্গে মিউজিক বাননো…’ ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনের সঙ্গে একই কাউচে বসে থাকতে দেখা গেছে।
প্রসঙ্গত,এই প্রথম পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য আরাধ্যার সঙ্গে গান রেকর্ড করলেন অমিতাভ বচ্চন।কোনও ছবির গান না কি সিঙ্গল, তা অবশ্য স্পষ্ট করেননি সিনিয়র বচ্চন। তবে নতুন বছরে তাঁর অনুরাগীদের জন্য এটাই অমিতাভের উপহার। রেকর্ডিং হয়েছে অমিতাভের বাংলো জলসাতেই। দাদু-নাতনির এই জুটি দেখে উচ্ছ্বসিত আরাধ্যার বাবা অভিষেক ও মা ঐশ্বর্যা। একটি ছবিতে দেখা যাচ্ছে, নতুন জুটির ছবি ফোনে তুলতে ব্যস্ত অভিষেক-ঐশ্বর্যা।
অমিতাভ বচ্চন ছবির জন্য এর আগেও প্লেব্যাক করেছেন।সাম্প্রতিক কালে ‘তিন’, ‘কহানি’, ‘বাগবান’, ‘পা’ ইত্যাদি ছবিতে কণ্ঠ শোনা দিয়েছে তার।