বকরি ঈদে এবার আসছে কুরবানির ইকো ফ্রেন্ডলি সিন্থেটিক ছাগল

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ভোপাল: পরিবেশ বান্ধব কথাটা অনেক সময় শুধু মুখেই শোনা যায়। কাজে যার নাম গন্ধ থাকে না। তবে এবার সেই পরিবেশ বান্ধব বাস্তবে উঠে এল এক অন্য রূপে। আর কয়েকদিন বাদেই ঈদ। কুরবানি দেওয়া হবে একাধিক প্রাণীর। তাই প্রাণীর পরিবর্তে এবার বকরি ঈদে কুরবানির বিকল্প হিসেবে বানানো হল সিন্থেটিক ছাগল। যেটিকে দেখতে অবিকল ছাগলের মত।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের একদল শিল্পী এই সিন্থেটিকের ছাগল বানাচ্ছে। ইতিমধ্যেই ইন্দোরে এর প্রচার শুরু হয়ে গেছে। এই ছাগলের উপরের অংশ সিন্থেটিকের এবং বাকিটা মাটি এবং ঘাসের সাহায্যে তৈরি করা হয়েছে। তারা মানুষকে এই বলি দেওয়ার জন্য এই ছাগল ব্যবহার করতে বলছে। এই গ্রুপটির নাম সেভ কালচার ফোরাম। আসন্ন বকরি ইদে এই ছাগল ব্যবহার হতে চলেছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এই গ্রুপের সদস্য শেখর তিওয়ারি জানালেন, বর্তমান দিনে আমাদের সমাজে অনেক কিছুই বদলে গেছে। যেমন- ‘আমরা রঙ খেলার সমক জল সঞ্চয় করি, দীপাবলিতে বাজি ফাটাই না। এমনকি পরিবেশ ও সমাজের স্বার্থে নাগপঞ্চমী পালনেরও পদ্ধতি বদলে গেছে। তবে ছাগল হিন্দু মুসলমান উভয় ধর্মের মানুষই ছাগলের মাংস খেতে পছন্দ করে। তাই এক্ষেত্রে কোন ধর্মের বিদ্বেষ ঘটবে না’।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment