বীভৎসতার রেশ কাটতে না কাটতেই ফের ধর্ষিতা আট বছরের শিশু

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

বীভৎসতার রেশ কাটতে না কাটতেই ফের ধর্ষিতা আট বছরের শিশু

উত্তরপ্রদেশ: বীভৎসতার রেশ এখনও কাটেনি। কিন্তু তাঁর মধ্যেই ফের উত্তরপ্রদেশের আজমগরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল ২০ বছরের এক তরুনের বিরুদ্ধে। একের পর এক ধর্ষণের ঘটনায় লজ্জা বাড়ছে উত্তরপ্রদেশের।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

শিশুটির মা জানিয়েছেন, স্নান করাতে নিয়ে যাবে বলে প্রতিবেশী এক তরুণই বাচ্চাটিকে নিয়ে যায়। তাঁদের বাড়িতে আগে থেকেই যাতায়াত ছিল ওই তরুণের। তাই সন্দেহ করেননি পরিবারের লোকজন। বাচ্চাটির মা বলেছেন, মেয়ের জন্য জামাকাপড় নিয়ে যায় ওই তরুণ।

কিন্তু, বাড়ি ফেরার পরে মা দেখেন শিশুটি যন্ত্রণায় কাতরাচ্ছে। তার সারা শরীরে ক্ষতের চিহ্ন। রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তাররা জানান, ধর্ষণ করা হয়েছে শিশুটিকে। তার শরীরের ভেতর রক্তক্ষরণ শুরু হয়েছে। অবস্থা সঙ্কটজনক।

আজমগড় পুলিশ সুপার সুধীর কুমার সিং বলেছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার নাম দানিশ। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের হয়েছে।

এর ঘটনার কিছুদিন আগে বলরামপুরে বাইশ বছরের এক তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ করে অপরাধীরা। ভেঙে দেওয়া হয় হাত-পা, শিরদাঁড়া। পৈশাচিক নির্যাতনে অবশেষে মৃত্যু হয় তরুণীর।

এই ঘটনায় এখনও অবধি ২ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে এক নাবালক।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment