দুটি হাতিকে নিজের সমস্ত জমি দান করলেন এক হস্তী প্রেমিক

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

দুটি হাতিকে নিজের সমস্ত জমি দান করলেন এক হস্তী প্রেমিক

পাটনা: সম্প্রতি ভারতের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে পশুর ওপর অত্যাচারের বেশ কিছু খবর। কেরালায় হাতি হত্যার ঘটনা, কুকুরদের দিনের পর দিন মুখ বেঁধে না খেতে দেওয়া এরকমই আরও অনেক ঘটনা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

তবে, এবার নজরে এল ঠিক উল্টো একটি ঘটনা। পাটনার কাছেই জানিপুরের বাসিন্দা মোহাম্মদ আক্তার নামের এক ব্যক্তি সম্প্রতি তিনি উইল করে ৬.২৫ একর জমি লিখে দেন তার পোষ্য হাতি মতি ও রানীর নামে।

তার পরিবারে বরাবরই পোষা হতো হাতি তাদেরই বংশধর হলো মতি ও রানী। তার মৃত্যুর পর যাতে তাদের দুজনের খাবারের কোনো রকম অভাব না হয় তার জন্য এমন ব্যবস্থা করেছেন বলে জানান তিনি।

কিন্তু এরপর তার পরিবারের কিছু সদস্য পশু পাচারকারীদের সঙ্গে হাত মিলিয়ে তাকে হত্যা করার এবং হাতি দুটিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে বলেও দাবি জানান তিনি।

তিনি জানান কিছুদিন আগে মোতিকে নিয়ে তিনি ভোজপুর জেলার একটি অঞ্চলে গিয়েছিলেন এবং সেখানে রাতে তিনি মতির গর্জন শুনতে পান এবং জালনা দিয়ে দেখেন বাইরে একজন তার দিকে বন্দুক তাক করে আছে সেখান থেকে কোননমতে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি তাঁর পরিবারের সদস্যদের ওপর প্রাণহানির অভিযোগ জানান।

মহম্মদ আক্তার ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন এবং পাটনা থানার প্রধান দুজনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment