আর কিছুক্ষণ পরেই সূর্যগ্রহণ, আকাশ ঢাকবে অন্ধকারে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

আর কিছুক্ষণ পরেই সূর্যগ্রহণ, আকাশ ঢাকবে অন্ধকারে

কলকাতা: ২০২০ সাল এমনিতেই খুব একটা ভালো যাচ্ছে না, তার মধ্যে আবার ২১ জুন অর্থাৎ আজ নেমে আসতে চলেছে অন্ধকার। এই দিন বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকবে দেশ। এই সূর্যগ্রহণকে বলয়গ্রাস গ্রহণ বলছেন বিশেষজ্ঞরা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

রবিবার অর্থাৎ আজ সূর্যকে ঢেকে দেবে চাঁদ। আর চাঁদের আড়াল থেকে সূর্যের যে অংশটি দেখা যাবে তাকে অনেকটা আগুনের আংটির মতো দেখতে লাগবে।

রাজস্থানের সুরতগড় ও অনুপগড়, হরিয়ানায় সিরসা, রতিয়া এবং কুরুক্ষেত্র এবং উত্তরাখণ্ডের দেরাদুন, চম্বা, চামোলি এবং জোশীমঠের মতো জায়গা থেকে মিনিট খানেকের জন্য আকাশে ওই মহাজাগতিক ঘটনাটি দেখা যাবে।

উত্তর ভারতের পাশাপাশি গ্রহণ দেখতে পাবেন কলকাতার বাসিন্দারাও। দেখা যেতে পারে “আগুনের আংটি”।

কলকাতায় এই আংশিক গ্রহন শুরু হবে সকাল ১০টা ৪৬মিনিটে। আর সেই গ্রহন শেষ হবে দুপুর ২ টো ১৭ মিনিটে। এছাড়া চূড়ান্ত গ্রহণ হবে ১২টা ৩৫মিনিটে।

তবে, সূর্যগ্রহণের সময় কোনওভাবেই যাতে আকাশের দিকে খালি চোখে না তাকানো হয় সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

গ্রহণের সময় আকাশে যখন আগুনের চাকা দেখা যায় তখন তাকে বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ। অর্থাত্‍ এই গ্রহণে চাঁদের ছায়া সূর্যের ওপর এমন ভাবে পড়ে, যাতে সূর্যের চারপাশের আলোর বলয় দেখা যায়।

এই গ্রহণে চাঁদের ছায়া সম্পূর্ণ ভাবে সূর্যকে গ্রাস করতে পারে না। এর আগে ২০১৯-এর ২৬ ডিসেম্বর শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়েছিল।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment