উতপ্ত অ্যান্টার্কটিকা! গলছে বরফ

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Antarctica Hits Record Temperature

লড়াই ২৪ ডেস্ক: উতপ্ত অ্যান্টার্কটিকা, না ভুল শোনেননি। এটাই সত্যি! উতপ্ত হয়ে পড়ছে দক্ষিণ মেরু। এবছর ফেব্রুয়ারির ৬ তারিখ অ্যান্টার্কটিকায় উষ্ণতা পৌঁছে গিয়েছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা এককথায় অবিশ্বাস্য বললেই চলে। কিন্তু এটাই বাস্তবতা। গরম হয়ে পড়ছে পেঙ্গুইনের এই দেশ। এর আগে এখানে এতটা তাপমাত্রা কখনো পৌঁছয়নি। ইউনাইটেড নেশনস-এর একটি রিপোর্টে বলা হয়েছে, এত তাপমাত্রায় বরফ বেশি গলার সম্ভবনা আছে। যা ভীষণ ভাবে এক চিন্তার কারণ।

আরও পড়ুন…জম্মু আকাশে ফের ড্রোনের হদিশ, কোনো নতুন ষড়যন্ত্র কী পাকিস্তানের?

গ্লোবাল ওয়ারমিং বেশ চিন্তার বিষয়। কানাডায় অত্যাধিক তাপমাত্রার কারণে প্রাণ হারাচ্ছে প্রচুর মানুষ। আরও বেশ কিছুদিন এই তাপপ্রবাহ চলবে বলেই পূর্বাভাস। অপরদিকে দক্ষিণমেরুর অবস্থাও যে একইরকম তা ভেবেই উঠতে পারেনি অনেকে। সেখানে এই হারে উষ্ণতা বৃদ্ধি সৃষ্টি করছে এক বড় চিন্তার কারণ।

এর আগে অ্যান্টার্কটিকায় একই দৃশ্য দেখা গিয়েছিল ২০১৫ সালের ২৪ মার্চ। সেই দিন অ্যান্টার্কটিকায় তাপমাত্রা ছুঁয়েছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এতদিন সেটাই ছিল অ্যান্টার্কটিকার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙ্গে গেল।    

Antarctica Hits Record Temperature    

 

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment