মুম্বাই: একের পর এক নক্ষত্র হারিয়েছে দেশ। এবারে গুরুতর অসুস্থতার সাথে আইসিইউতে ভর্তি করা হলো অভিনেতা অনুপম শ্যামকে। জানা যায়, ডায়ালিসিসের কারণেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
সম্প্রতি, অভিনেতার অবস্থার অবনতির জন্য তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তারপরই তার অবস্থার আরো অবনতি হয়, ফলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় এই বছর ৬২র অভিনেতাকে। অনুপম শ্যামের অসুস্থতার খবর পেয়ে সাহায্যের আশ্বাস দেন মনোজ বাজপেয়ী। আমির খান এবং সোনু সুদকেও তার অসুস্থতার বিষয়টি জানানো হয়েছে বলে খবর।
অভিনেতা অনুপম শ্যামকে বিগত দিনে অনেক ছবিতেই অভিনয় করতে দেখা গিয়েছে। তবে মন কি আওয়াজ প্রতিজ্ঞায় সজ্জন সিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য অনেক খ্যাতি লাভ করেছেন এই অভিনেতা।