দেখতে দেখতে জীবনের ৩৮ টা বছর কাটিয়ে ফেললেন অনুষ্কা। অনুষ্কা মূলত দক্ষিণ ভারতের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হলেও, বাহুবলি-র দৌলতে অনুস্কার জনপ্রিয়তা এখন গোটা ভারত জুড়ে।
দেবসেনা-বাহুবলির জুটিকে মনে করা হয় দর্শক দের ভালোবাসার জুটিগুলির মধ্যে একটি। দক্ষিণী ছবিতে অনুষ্কা রীতিমত বড় তারকা, সাধারণ কমার্শিয়াল ছবির বদলে অন্য ধরনের ছবিই বেশি করেন তিনি।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে অনুষ্কা ছিলেন পেশাদার যোগাসন প্রশিক্ষক। যোগ শেখানোর সময় তিনি এক পরিচালকের চোখে পড়ে যান, তারপরেই বদলে যায় তাঁর জীবন।
বাহুবলী তাঁকে দক্ষিণী ছবির গণ্ডি থেকে বার করে গোটা দেশে পরিচিতি দিয়েছে। ব্যক্তিগত জীবনে তার ঘনিষ্ঠ বন্ধু বলতে প্রভাসকেই চেনেন সবাই। তাঁদের দীর্ঘ দিনের বন্ধুত্ব।
শোনা যাচ্ছে, বাহুবলী-র নায়ক প্রভাসকে বিয়ে করবেন তিনি। যদিও এই সম্পূর্ণটাই নিছক গুজব ছাড়া কিছুই নয় বলে উড়িয়ে দিয়েছেন প্রভাস। আজ তার জন্মদিনেই মুক্তি পেল তার পরবর্তী সিনেমা “নিঃশব্দম”-র ট্রেলার। তার বিপরীতে এখানে দেখা যাবে আর মাধবন কে।