ভয়াবহ আগুনে ভস্মীভূত এলাকা
পূর্ব সিকিম: মঙ্গলবার রাত ৯:৩০ নাগাদ নাগাদ ভয়াবহ আগুন লাগলো পূর্ব সিকিমের সিংতামের লাল বাজারে। সিংতমের পুরাতন লাল বাজার এলাকায় দুটি কাঠের বাড়িতে আগুন লেগে যায়।
সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দাউদাউ করে জলে উঠেছে সিকিমের লাল বাজার অঞ্চল। বাড়ি থেকে বেড়িয়ে পড়েন অনেক মানুষ।
জানা গিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। চলছে উদ্ধারের কাজ। কি কারণে এই আগুন লাগলো তা জানার চেষ্টা চলছে |
বিস্তারিত আসছে….