Argentina vs brazil match result
প্রথমবার Argentina-র হয়ে কাপ জয় Messi-র
লড়াই ২৪ : মিথ ভেঙে ফিরে এলেন
‘ভগবান’। এভাবেও ফিরে আসা যায় দেখালেন মেসি। ১৯৯৩ সালের পর ফের একবার কোপা জয় আর্জেন্টিনার। দেশের হয়ে প্রথম কাপ জয় মেসির।
মারাকানা স্টেডিয়ামে আয়োজিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের ফলাফল আর্জেন্টিনা ১- ব্রাজিল ০।ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ২২ মিনিটে আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে দিলেন দি মারিয়া।
৫২ মিনিটে ব্রাজিল প্রায় সমতা ফিরিয়েই ফেলেছিল। লুকাস পাকুয়েতার বাড়ানো বল থেকে রিচার্লিসন গোল করেন। কিন্তু, অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দেওয়া হয়। আশাহত হয় ব্রাজিল সমর্থকরা।
হিসেবের বাইরে কোপা আমেরিকার ট্রফি হাতে তুললেন লিও মেসি। যেন অবসর ভেঙে অভিশাপ মোচন বরপুত্রের।
Argentina vs brazil match result