করোনা আক্রান্ত হননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
দিল্লি: গত দুদিন ধরে একাধিক সংবাদমাধ্যমে অরবিন্দ কেজরিওয়ালের করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকার খবর ছড়িয়ে যায়। জানা যাচ্ছিল, রবিবার থেকেই তার শরীরে সর্দি-কাশির মত উপসর্গ গুলি দেখা দিয়েছিল। তবে সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি কারও সাথে দেখা করা বন্ধ করে দেন। নিজের সরকারি বাংলো তেই আইসোলেশনে রাখেন নিজেকে।
তবে মঙ্গলবার সকালে তার করোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা সোয়াব টেস্টের জন্য পাঠানো হলে , রিপোর্ট আসে নেগেটিভ। অর্থ্যাৎ করোনা আক্রান্ত হন নি আম আদমি পার্টির সভাপতি ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আপ বিধায়ক রাঘব চাড্ডা জানিয়েছিলেন, সোমবার কেজরিওয়ালের শারীরিক অবস্থার কথা শুনে চিকিৎসকরা তাঁকে কোভিড টেস্ট করানোর পরামর্শ দেন। কারণ তাঁর উপসর্গগুলো করোনাভাইরাস সংক্রমণের মতোই ছিল। এছাড়াও ৫১ বছরের অরবিন্দ নিজে ডায়াবেটিস পেশেন্ট। তাই চিন্তা কিছুটা ছিলই। তবে মঙ্গলবার রিপোর্ট আসার পর স্বস্তি পেয়েছেন সকলের।